ঢাকা: চীনের পূর্বাঞ্চলের একটি প্রদেশে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী একটি টাইফুনের আঘাতে ৮৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (১৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
খবরে বলা হয়, এক সপ্তাহ আগে ‘টাইফুন নেপারটাক’ নামে ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির ফুজিয়ান প্রদেশে প্রায় ১০ হাজার ঘড়বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় দেশটির ডেপুটি পার্টি চিফসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
টিআই