ঢাকা: তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাবেক বিমান বাহিনীর কমান্ডার জেনারেল একিন ওজতার্ক।
সোমবার (১৮ জুলাই) দেশব্যাপী অভিযানে আটক শতাধিক জেনারেল ও অ্যাডমিরালদের সঙ্গে তিনিও আটক হন।
পরে জিজ্ঞাসাবাদে তিনি অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যম।
পত্রিকাটিতে ওই জেনারেলের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে তার মাথা ও শরীরের ঊর্ধ্বাংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এরআগে অভ্যুত্থানের পরপরই এতে জড়িত থাকার কথা অস্বীকার করেন জেনারেল একিন ওজতার্ক। বরং তিনি এটা থামানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন।
এদিকে, সোমবার তুর্কি কর্তৃপক্ষ অভ্যুত্থানে জড়িত সন্দেহে দেশটির ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে। এছাড়া বিচার বিভাগের সদস্য ও সেনাবাহিনীর জেনারেলসহ আরো অন্তত ৬ হাজার জনকে আটক করে।
বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসআর