ঢাকা: জার্মানির মধ্যাঞ্চলে একটি ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) রাতে মধ্যাঞ্চলের ওয়ার্শবার্গ শহরের হেইডিংসফেল্ড এলাকায় এ হামলা চালানো হয়। ঘটনার পরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলছে না স্থানীয় সংবাদমাধ্যম। তবে বলা হচ্ছে, হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। এতেও বেশ ক’জন আহত হয়েছেন। হামলা চালিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী।
এ ঘটনায় হেইডিংসফেল্ডসহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এইচএ/