ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ১৫ হাজারের বেশি শিক্ষা কর্মকর্তা বরখাস্ত তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এবার ১৫ হাজারের বেশি শিক্ষা কর্মকর্তা বরখাস্ত তুরস্কে

ঢাকা: তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর একের পর এক চলছে বরখাস্তের হিড়িক। এবার ১৫ হাজারের বেশি শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করলো দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

বরখাস্ত করা কর্মকর্তারা ফেতুল্লাহ গুলেনের পছন্দের বলে মত কর্তৃপক্ষের।

এছাড়া ১৫শ’ বিশ্ববিদ্যালয়ের ডিনকে পদত্যাগ করানো হবে বলেও জানা গেছে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, অবশ্যই গুলেনের অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মূলত তাদের জন্য এই ক্যু ছিল ইতিবাচক। যা একটি দেশের জন্য কখনও কাম্য হতে পারে না। আর এসব মানুষজনকে দেশের সাধারণ জনগণই পরাজিত করবে।

এর আগে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। যার পৃথক তালিকায় সেনা সদস্যরাও রয়েছেন। এছাড়াও বরখাস্ত হয়েছেন তুরস্কের ২ হাজার ৭৪৫ জন বিচারকও।

***এবার তুরস্কে ১০০ গোয়েন্দা কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।