ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালির সেনাঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
মালির সেনাঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত

ঢাকা: মালির একটি সামরিক ঘাঁটিতে হামল‍া করেছে বন্দুকধারীরা। এতে অন্তত ১৭ সেনা নিহত হয়েছেন।

‍আহত হয়েছেন ৩০ জন।

মঙ্গলবার (১৯ জুলাই) দেশটির নামপালা অঞ্চলের কেন্দ্রীয় শহরে ভারী অস্ত্র নিয়ে এ হামলা চালানো হয়। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দেশটির সরকারি এক সূত্র এ তথ্য জানিয়েছে।

এদি, হামলার পরপরই মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়ে এক জরুরি বৈঠক ডাকেন।

মালিতে গোষ্ঠীগত ও জিহাদি কিছু সশস্ত্র গ্রুপ রয়েছে। এর মধ্যে সম্প্রতি সংগঠিত ফুলানি জাতিগোষ্ঠীর একটি গ্রুপ এবং ইসলামি জঙ্গি গোষ্ঠী আলসার দ্বীন এ পৃথকভাবে হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।