ঢাকা: জার্মানির মিউনিখের শপিং মলে তিনজন নয়, একজনই হামলা চালিয়েছে বলে জানিয়েছে মিউনিখ পুলিশ। ১৮ বছর বয়সী ওই হামলাকারী ইরানিয়ান বংশোদ্ভূত।
হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনের সময় মিউনিখ পুলিশ প্রধান বলেন, ওই যুবকের জার্মান-ইরানিয়ান দ্বৈত নাগরিকত্ব। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পড়ে থাকা যে মরদেহ নিয়ে রহস্য তৈরি হয় সেটি আসলে ছিল হামলাকারীর।
এছাড়া শপিং মলে হামলার সঙ্গে প্রাথমিক ৩ জন জড়িত থাকার কথা বলা হলেও মূলত হামলাকারী ছিল একজনই। সে নিজেই নিজের মাথায় গুলি করে।
এদিকে ঘটনার প্রাথমিক আলামত দেখে মিউনিখ পুলিশ বলছে, হামলাকারী পিস্তল ব্যবহার করে এ তাণ্ডব চালায়।
শেষ খবর পর্যন্ত শপিং মলে হামলার ঘটনায় হামলাকারীসহ কর্তৃপক্ষের বরাত দিয়ে মোট ১০ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জেডএস