ঢাকা: জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের আন্সবাখ শহরের বারে আত্মঘাতী হামলাকারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুগত ছিল বলে দাবি করেছে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হেরমান সোমবার (২৫ জুলাই) সংবাদ সম্মেলন করে এ দাবি করেন।
হেরমান বলেন, আত্মঘাতী হামলাকারীর মোবাইল ফোন উদ্ধার করে সেখানে একটি আরবি ভিডিও বার্তা পাওয়া গেছে, যেখানে ওই হামলাকারী আইএসের অনুগত বলে তথ্য ছিলো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন দোভাষীর মাধ্যমে ভিডি বার্তাটির প্রাথমিক অনুবাদ করে বোঝা গেছে, ওই বার্তায় হামলাকারী আইএসের নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্য প্রকাশ করছিলো এবং ‘ইসলামের পথে বাধা হওয়ায় জার্মানির বিরুদ্ধে প্রতিশোধ’ নেওয়ার প্রতিজ্ঞা করছিলো।
সে বিবেচনায় এটা যে মৌলবাদী ঘরানার সন্ত্রাসী হামলা সে বিষয়ে আর কোনো সন্দেহ রইলো না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অবশ্য তার এ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই আইএসের পক্ষ থেকে দাবি করা হয়, বারের ওই হামলা তাদের এক ‘সৈন্যই’ চালিয়েছে।
রোববার রাতের ওই ঘটনায় হামলাকারী নিহত হয়। আহত হয় আরও ১২ জন।
এর আগে, শুক্রবার (২২ জুলাই) মিউনিখে বন্দুকধারী কিশোরের গুলিতে ৯ জন নিহত হয়। তবে সেটি সন্ত্রাসী হামলা ছিলো না বলে জানায় পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এইচএ/