ঢাকা: জার্মানির রাজধানী বার্লিনে একটি হাসপাতালে চিকিৎসককে লক্ষ্য করে গুলি ছুড়েছে এক বন্দুকধারী। চিকিৎসকের অবস্থা গুরুতর হওয়ার তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
তবে ওই বন্দুকধারী এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জার্মান সংবাদপত্র বিল্ড’র এর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বার্লিন পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্টেগলিৎজ এলাকায় অবস্থিত ইউনির্ভাসিটি ক্লিনিকে মঙ্গলবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় ওই গুলির ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিক এ বিষয়ে বেনজামিন ফ্রাঙ্কলিন ক্যাম্পাসের চ্যারিটি ইউনির্ভাসিটি হাসপাতালের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
গত ১৮ জুলাই মিউনিখে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহতের ঘটনাসহ চলতি সপ্তাহে আরো চারটির ‘সন্ত্রাসী’ ঘটনার পর জার্মানিতে নতুন করে গুলির ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬/আপডেট ১৮১০ ঘণ্টা
জেডএস