ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২

ঢাকা: পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (০২ আগস্ট) প্রদেশটির জামশরো জেলার থারমাল পাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

উদ্ধার কর্মীরা জানায়, বাসটি দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান থেকে করাচি অভিমুখে যাচ্ছিলো। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে পাশে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে আহদের উদ্ধার করে হায়দ্রাবাদের লিয়াকত ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়।  

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এক জরিপে দেখা গেছে ২০১৩ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।