ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেরিল্যান্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মেরিল্যান্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত ২৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্প্রিং সিলভার শহরের একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১০ আগস্ট) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে সেখানকার ফায়ার সার্ভিসের মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় মন্টোগোমারি ফায়ার ও উদ্ধার সার্ভিসের মুখপাত্র পিট পিরিনজার এক টুইট বার্তায় জানান, এ ঘটনায় উদ্ধার কর্মীসহ অন্তত ২৪ আহত হয়েছেন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।