ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে আবারো সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
কাশ্মিরে আবারো সংঘর্ষ, নিহত ৪

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন নিহত এবং আহত হয়েছেন ১৫ জন।

 

মঙ্গলবার (১৬ আগস্ট) কাশ্মিরের বদগাম জেলার মাগাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি চালায়।

মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এদিকে চলতি বছরের জুলাইয়ে বুরহান ওয়ানির নিহতের ঘটনার পর থেকেই ক্রমশই সংঘর্ষের পাশাপাশি বেড়েই চলছে নিহতের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যসহ মোট ৬৪ জন নিহত হয়েছেন।  

এর আগে সোমবার (১৫ আগস্ট) রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।