ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আটলান্টিকে ৭.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
দক্ষিণ আটলান্টিকে ৭.৪ মাত্রার ভূমিকম্প

ঢাকা: আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলের সাউথ জর্জিয়া দ্বীপ এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

শুক্রবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক সময় ভোর ৭টা ৩২ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের উপকূল থেকে দেড় হাজার মাইল দূরে ওই দ্বীপ এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা জলোচ্ছ্বাসের খবর মেলেনি। অবশ্য এই ভূমিকম্প ৭ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে জার্মান ভূতত্ত্ব গবেষণা সেন্টার।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।