ত্রিপোলি: লিবিয়ায় বিদ্রোহীদের কমান্ডার জেনারেল আবদুল ফাত্তাহ ইউনেস নিহত হয়েছেন। লিবিয়ার বিদ্রোহীদের পরিচালিত জাতীয় অন্তবর্তী পরিষদ (এনটিসি) এ তথ্য জানিয়েছে।
এনটিসি প্রধান মুস্তাফা আবদুল জলিল জানান, জেনারেল আবদুল ফাত্তাহ ইউনেস গাদ্দাফি সমর্থিত গুপ্তঘাতকদের হাতে নিহত হয়েছেন এবং এই হত্যার জন্য দায়ী দলের প্রধান ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি জানান, সামরিক অভিযানের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেনারেল ইউনেসকে তলব করা হয়েছিল। কিন্তু ইউনেস তাতে সাড়া দেননি।
সংবাদাতারা বলছেন, ইউনেসকে গাদ্দাফি সমর্থকদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে সন্দেহ করা হতো। জেনারেল ইউনেস লিবিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি গাদ্দাফির ডান হাত বলে পরিচিত ছিলেন। গত ফেব্রুয়ারিতে তিনি বিদ্রোহীদের পক্ষে যোগ দেন।
জলিল জানান,এই হামলায় জেনারেল ইউনেসের সঙ্গে তার দুজ’ন বন্ধু কর্নেল মোহাম্মদ খামিস এবং নাসির আল-মাধখুরও নিহত হয়েছেন। কয়েকটি অসমর্থিত সূত্র জানায়, জেনারেল ইউনেস এবং তার দ‘ুজন সহযোদ্ধাকে বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় ফ্রন্ট থেকে আটক করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা,জুলাই ২৯, ২০১১