ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে সিরিয়ায় তুর্কি সেনা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আইএস দমনে সিরিয়ায় তুর্কি সেনা অভিযান

ঢাকা: বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা পর থেকেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আরও বেশি ফুঁসে উঠেছে তুরস্ক।

সম্প্রতি তুরস্কের নিকটবর্তী সিরীয় শহর জারাব্লুসে হামলা চালায় আইএস।

এরই প্রতিফলন হিসেবে আইএসকে কঠোরভাবে দমন করতে আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে সিরিয়ায় সেনা অভিযান শুরু করেছে তারা।

বুধবার (২৪ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় ভোর চারটার দিকে এ অভিযান শুরু হয়।     

দেশটির প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, তুর্কি সেনারা সিরিয়ার জারাব্লুস এলাকা আইএস মুক্ত করতে অভিযান চালাচ্ছে।  

এ সময় তারা কামানের গোলাসহ ভারী অস্ত্র ব্যবহার করছে বলেও জানানো হয়।

সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, জারাব্লুস তুরস্কের কাছে একটি গুরুত্বপূর্ণ শহর। কারণ এর বিপরীত পাশে তুরস্কের কারকামিস শহর অবস্থিত।

এর আগে শনিবার (২০ আগস্ট) বিকেলে দেশটির সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে শিশুসহ নিহত হন অন্তত ৫০ জন।  

এ হামলার ঘটনায় দায় স্বীকার করেনি আইএস। তবে তুর্কি প্রশাসন মনে করছে এ হামলার পেছনে আইএসের হাত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।