ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছবিতে ইতালির ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ছবিতে ইতালির ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ  ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশলী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে দেশটির বেশ কিছু শহরে ভবন ও স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নেওয়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের নির্মম চিত্র তুলে ধরা হলো-

শক্তিশালী ভূমিকম্পে ইতালির আমেত্রিকা এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।

ধ্বংসস্তূপের নিচ থেকে আহত একব্যক্তিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পের পর একটি ভবন থেকে আহত অবস্থায় উদ্ধার হন তিনি। এ সময় স্বজনদের খোঁজ নিতে মোবাইলে যোগাযোগের চেষ্টা।

ভূমিকম্পে উদ্ধার হওয়া নারীদের একজন।

ওপর থেকে তোলা শক্তিশালী ভূমিকম্পে আক্রান্ত এলাকার ছবি। এতেই বোঝা যায় কী পরিমাণ ক্ষতি হয়েছে আমেত্রিকায়।

ভূমিকম্পে স্বজনদের হারিয়ে ভেঙে পড়েন এই ব্যক্তি।

ধসে পরা ভবনের নিচ থেকে আহতদের উদ্ধারে ব্যস্ত উদ্ধারকর্মীরা।

ধসে পরা ভবনের নিচ থেকে আহতদের উদ্ধারে ব্যস্ত উদ্ধারকর্মীরা।

শক্তিশালী ভূমিকম্পে আক্রান্ত এলাকার ধ্বংসযজ্ঞের একাংশ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আরএইচএস/টিআই

*** ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৩৭

*** ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬

*** শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।