ঢাকা: অফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গি গোষ্ঠী তালেবানের আত্মঘাতী জোড়া হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শ’খানেক মানুষ।
সোমবার (০৫ সেপ্টম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে প্রথম হামলাটি চালালো হয়। দ্বিতীয় হামলাটি করা হয় পুলিশকে লক্ষ্য করে।
দেশটিতে মার্কিন নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে দেশব্যাপী দীর্ঘদিন থেকে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে তালেবান।
এই হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাঈল কোরাইশি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
টিআই