ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল গির্জার কাছে সন্দেহভাজন একটি গাড়ি পাওয়া গেছে। গাড়িটির ভেতরে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার লাগানো থাকায় ধারণা করা হচ্ছে, বড় ধরনের কোনো নাশকতার এটি গির্জার পাশে রাখা হয়েছিল।
বুধবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ ঘটনায় গাড়িটির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হচ্ছে।
সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, লাইসেন্সবিহীন গাড়িটির মডেল ছিল পেউগট ৬০৭ । গাড়িটির ভেতরে আরবি ভাষায় লেখা বেশ কিছু বই পাওয়া গেছে।
আটক ওই ব্যক্তি গির্জায় হামলার উদ্দেশ্যে এসেছিলো কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
আরএইচএস/এইচএ/