ঢাকা: ব্যাটারি বিস্ফোরণে কেলেঙ্কারিতে ডুবতে থাকা স্যামসাং নোট ৭ নিয়ে সর্তক করেছে বিশ্বের বিভিন্ন দেশের এভিয়েশন কর্তৃপক্ষ। সর্তকতা হিসেবে যাত্রীরা উড়ন্ত অবস্থায় ফোনটি কোনোভাবেই চালু রাখতে বা চার্জ দিতে পারবেন না।
ব্যাটারির বিষয় নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সবার আগে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিলিভ এভিয়েশন (ডিজিসিসি) সর্তকতা হিসেবে প্লেন যাত্রীদের জন্য একই নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাপানিজ এভিয়েশন কর্তৃপক্ষও।
ডিজিসিসি জানায়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফোনটি তারা শুধুমাত্র হাত ব্যাগে নিতে পারবেন, তবে বন্ধ রাখতে হবে। এমনকি ফোনটি ফ্লাইট মুডেও রাখা যাবে না।
আরও পড়ুন- বিশ্বজুড়ে স্যামসাং কেলেঙ্কারি, বাংলাদেশ গা ছাড়া!
বিষয়টি সবার জন্য ক্ষতিকর ও উদ্বেগজনক হওয়ায় একই পথে হাঁটতে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের এভিয়েশন কর্তৃপক্ষও।
অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ, ভার্জিন অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্সও ফ্লাইটে যাত্রীদের ফোনটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে এফএএ নিরাপত্তা কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীদের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন।
দ্যা সানের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফ্লোরিডার সেন্ট পিটার্সবাগে এক দম্পতির গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে তদন্তে দেখা যায় গাড়িতে রাখা মোবাইল বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর বিস্ফোরিত মোবাইলটি ছিল স্যামসাংয়ের নোট ৭।
এদিকে গ্যালাক্সি নোট ৭ এর বিস্ফোরণের কারণে বাজারে আসার এক মাসের মধ্যে তা বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি স্যামসাংয়ের হ্যান্ডসেট ব্যবসা বিভাগের প্রধান কো ডং জিন নিজেই এ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, আমরা ঝুঁকি নিতে চাই না। ব্যবহারকারীদের বিপদে ফেলার ইচ্ছা আমাদের নেই। ডজন ডজন অভিযোগ আসছে। বক্তব্য একটাই ব্যাটারি গরম হয়ে যায়। আর তা থেকে বিস্ফোরণও ঘটেছে।
আরও পড়ুন- গ্যালাক্সি নোট ৭’র ব্যাটারি বিস্ফোরণ, বিক্রি বন্ধ
তিনি স্বীকার করে নিয়েছেন প্রতি ৪১ হাজার সেটের মধ্যে অন্তত ১টি সেট পড়ে গেছে যা খারাপ।
আগস্টে ২ তারিখে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি নোট ৭। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শীর্ষ মোবাইল কোম্পানি স্যামসাং বাজারজাত করে গ্যালাক্সি নোট সিরিজের ‘নোট-৭’।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬/আপডেট: ১৯৪৩ ঘণ্টা
আরএইচএস/জেডএস