ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিরক্তিকর’ যাত্রী নামাতে ফিরতি পথে ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
‘বিরক্তিকর’ যাত্রী নামাতে ফিরতি পথে ফ্লাইট

ঢাকা: শ’খানেক আরোহীর মধ্যে হঠাৎ দু’জনের আওয়াজ সবার কানে ঠেকলো। আওয়াজ এতোই বেশি যে তা ‘দূষণ’ হয়ে ফ্লাইটের সব আরোহীর বিরক্ত দশা।

বিষয়টি কর্তৃপক্ষের কানে পৌঁছালে বাধ্য হয়ে ‘বিরক্তিকর’ যাত্রীকে নামিয়ে দিতে ফিরতি পথ ধরতে হলো আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে।

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এয়ারলাইন্সের ফ্লাইট ৮৩ লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে। কিন্তু পৌনে এক ঘণ্টা পর প্লেনটিকে ফের জেএফকে বিমানবন্দরে অবতরণ করতে দেখে সবাই কৌতুহল।

জানা যায়, ফ্লাইটের দুই আরোহীর মধ্যে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ‘বিরক্তিকর’ এক যাত্রী নামিয়ে দিয়ে ফিরতি পথ ধরে। এজন্য ‍অবশ্য ওই ফ্লাইটকে কিছু ‘বাড়তি’ খরচ বহন করতে হয়েছে।  

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস এ৩২১ ফ্লাইটটিতে ৯৭ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।