ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচার, হ্যাকার আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ইন্দোনেশিয়ায় বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচার, হ্যাকার আটক

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ব্যস্ত সড়ক সংলগ্ন একটি ইলেকট্রনিক বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচার করায় এক ইন্দোনেশিয়ান হ্যাকারকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে আটক ওই ব্যক্তির ছয় বছরের সাজা হতে পারে।

বুধবার (০৫ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এসময় ব্যস্ত সড়কের পাশে অবস্থিত একটি বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচার হতে থাকে।   ১০ মিনিট পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লে তাৎক্ষণিকভাবে তারা স্ক্রিনটি বন্ধ করে দেয়।

এদিকে বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয় কর্তৃপক্ষ ওই হ্যাকারকে আটক করতে অভিযান চালায়।

আটক ওই হ্যাকারের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আইরিয়ান নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান,  জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন এ ঘটনায় তিনি একাই জড়িত। তবে আমাদের ধারণা এর পেছনে আরও কেউ জড়িত  থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
আরএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।