ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার এয়ারওয়েজের প্লেনের টয়লেটে মিললো সদ্যজাত শিশুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
কাতার এয়ারওয়েজের প্লেনের টয়লেটে মিললো সদ্যজাত শিশুর মরদেহ

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে ‘কাতার এয়ারওয়েজ’র একটি যাত্রীবাহী প্লেন পৌঁছুলো ইন্দোনেশিয়ায়। প্লেনের ভেতর এবং টয়লেট পরিস্কারে কাজে লেগে গেলো পরিচ্ছন্নতা কর্মীরা।

কিন্তু টয়লেটে ঢুকে তাদের 'চক্ষু তো চড়ক গাছ'।  

তারা দেখতে পেল টয়লেটের ভেতর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে সদ্যজাত এক মৃত শিশুকে।

সম্প্রতি এমনটিই ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানবন্দরটির মুখপাত্র এন্দাং সুত্রিসনা নামে কর্মকর্তা জানান, শিশুটির বয়স আনুমানিক পাঁচ থেকে সাত মাস। শিশুটির মরদেহ টিস্যু পেপার দিয়ে মোড়ানো ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় এক ইন্দোনেশিয়ান নারী যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, যদি হাসপাতাল কর্তৃপক্ষ বলে ওই নারী জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত, তাহলে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ওই নারী যাত্রী গৃহকর্মী হিসেবে কাতারে কাজ করতেন বলেও জানান সুত্রিসনা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।