ঢাকা: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে পৌঁছানের দৌড়ে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ও ইপসোস এর সর্বশেষ জরিপে এমন তথ্য জানানো হয়।
সে হিসেবে রিপাবলিক পার্টির ডোনান্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। জরিপে বলা হয়, গত সপ্তাহের মতোই রয়েছে হিলারির জয়ের সম্ভাবনা। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে ছয়-সাতটি অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গদের ভোট প্রয়োগের ওপর।
জরিপের তথ্য অনুযায়ী, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লনটন ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন। তার প্রতি রয়েছে ৪৫ শতাংশ সমর্থন। আর ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ। অন্যদিকে, হিলারির পক্ষে রয়েছে ৩০৩টি ইলেকটোরাল কলেজের ভোট, ট্রাম্পের পক্ষে রয়েছে ২৩৫টি।
দেশটির নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া, ফ্লোরিডা, মিশিগান এবং ওহাইও অঙ্গরাজ্যে ভোটের ওপরই ট্রাম্পের জয়-পরাজয় নির্ভর করবে বলে জরিপে বলা হয়।
আরও পড়ুন..
** ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়
** যেখানে ভোট দেবেন হিলারি-ট্রাম্প
** রয়টার্স বলছে- হিলারি জেতার সম্ভাবনা ৯০ শতাংশ
**কয়েক ঘণ্টা পরেই ভোটগ্রহণ যুক্তরাষ্ট্রে
** জেনে নিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২৯১৬
টিআই