ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
ভারতে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ নিহত মাওবাদীদের হামলায় ৭ পুলিশ নিহত, ছবি-সংগৃহীত

ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তে মাওবাদীদের হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় কর্তৃ্পক্ষ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, প্রশিক্ষণের উদ্দেশে কোরাপাট থেকে কটাকের পথে একটি পুলিশের গাড়ি বহর যাচ্ছিলো। এ গাড়িবহর লক্ষ্য করে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী বিস্ফোরণ ঘটালে ১২ জন পুলিশ সদস্য এবং এক বেসামরিক লোক বহনকারী একটি মিনিবাসটি হামলার শিকার হয়।

এতে সাত পুলিশ সদস্য নিহত হন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

সরকারের শান্তি উদ্যোগ কর্মসূচির আহ্বানে সারা দিয়ে গত বছর ২৬ জন জ্যেষ্ঠ মাওবাদী এবং তাদের ৭শ’ মিলিশিয়া সদস্য আত্মসমর্পণ করেন।

এছাড়া গতবছরের অক্টোবরে মালকানগিরি জেলায় সরকারি বাহিনীর অভিযানে অন্তত ২৭ জন মাওবাদী নিহত হন।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।