ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে প্রথমবারের মতো নারী কাউন্সিল চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
সৌদিতে প্রথমবারের মতো নারী কাউন্সিল চালু সৌদিতে নারী কাউন্সিলের বৈঠক, ছবি: সংগৃহীত

নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবে প্রথমবারের মতো চালু হয়েছে নারী কাউন্সিল। গত শনিবার দেশটির আল-কাসিম প্রদেশে ‘কাসিম গার্লস কাউন্সিল’ নামে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

এ কাউন্সিল গঠনের উদ্যোক্তা হচ্ছেন প্রদেশটির গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ।

নারী কাউন্সিলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স ফয়সালে স্ত্রী  প্রিন্সেস আবির বিনতে সালমান।

লক্ষণীয় বিষয় হলো- নারী কাউন্সিলের বৈঠকে কোনো নারীকে দেখা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, নারীরা পর্দার আড়াল থেকে এ বৈঠকে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।