ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় স্টেশনে হামলাকারী কিরগিজ বংশোদ্ভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
রাশিয়ায় স্টেশনে হামলাকারী কিরগিজ বংশোদ্ভূত সেন্ট পিটার্সবাগে হামলার স্থল

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে মেট্রো স্টেশনে সন্দেহভাজন হামলাকারী কিরগিজ বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক বলে জানিয়েছে কিরগিজস্তান গোয়েন্দা সংস্থা। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কিরগিজস্তান গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে হামলার কয়েক ঘণ্টা পরই সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে কর্তৃপক্ষ।

প্রকাশিত ছবির ওই ব্যক্তিই কিরগিজ বংশোদ্ভূত সন্দেহভাজন হামলাকারী কি-না সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানা যায়নি।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো সংগঠন বা গোষ্ঠী বিবৃতিও দেয়নি।

স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে বিস্ফোরণ হয়। ‘আত্মঘাতী’ ওই বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক লোক।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।