ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ফের প্রেসিডেন্ট নির্বাচন করছেন আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ইরানে ফের প্রেসিডেন্ট নির্বাচন করছেন আহমাদিনেজাদ মাহমুদ আহমাদিনেজাদ, ছবি: সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ফের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বুধবার (১২ এপ্রিল) নিজের নাম নিবন্ধন করেছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। আগামী মে মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৩ সালে ৩ আগস্ট ইরানের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেন আহমাদিনেজাদ। তিন বছর বিরতি দিয়ে ফের তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন।

প্রেসিডেন্ট থাকাকালীন অতি সাধারণ জীবন-যাপন এবং বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক তরফা বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর জবাব দিয়ে সবসময় আলোচনায় ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।