ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সর্ববৃহৎ অপারমানবিক বোমা ফেলেছে আমেরিকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
আফগানিস্তানে সর্ববৃহৎ অপারমানবিক বোমা ফেলেছে আমেরিকা

আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত নিক্ষিপ্ত যে কোনও বোমার চেয়ে বৃহৎ একটি বোমা ফেলেছে। এটি অপারমানবিক বোমাগুলোর মধে সবচেয়ে বড়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবর দিচ্ছে।  

পেন্টগনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, এটি আফগানিস্তানের ওপর ব্যবহৃত এ পর্যন্ত সবচেয়ে বড় অপারমানবিক বোমা।

 

জিবিইউ-৪৩ নামের এই বোমাটি সকল বোমার মা হিসেবে পরিচিত। যা  এর আগে আর কখনোই কোন কমব্যাটে ব্যবহার করা হয়নি।  

পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্পকে উদ্ধৃত করেই এ তথ্য জানানো হয়। এই বোমায় ১১ টন বিষ্ফোরক রয়েছে। এর আগে বোমাটি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্ল্যাস্ট (মোয়াব) বোমা নামে পরিচিত ছিলো।  

আইসিস-কে ধ্বংস করতেই এ বোমা নিক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।  

তবে পেন্টাগন আরও জানিয়েছে, বোমাটি ফেলার আগে দেশটির সাধারণ নাগরিকের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সব ধরনের পূর্ব সতর্কতা নেওয়া হয়েছে।

আইসিস-কে আফগানিস্তানে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এমন বোমা আরও ফেলবে, এমন কথাও পেণ্টাগন জানিয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।  

বাংলাদেশ সময় ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।