ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্রষ্টার নামে সন্ত্রাস চলতে পারে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
স্রষ্টার নামে সন্ত্রাস চলতে পারে না পোপ ফ্রান্সিস

স্রষ্টার নামে সন্ত্রাস চলতে পারে না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। মিশরে মুসলিম-খ্রিস্টান সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন পোপ।

মাত্র ২৭ ঘণ্টার সফরে শুক্রবার (২৮ এপ্রিল) মিশর যান রোমান এ ক্যাথলিক ধর্মগুরু।

সেখানে ফ্রান্সিস বলেন, একমাত্র শান্তিই...পবিত্র, স্রষ্টার নামে কোনো সন্ত্রাস চলতে পারে না, কারণ এটি তার (স্রষ্টা) নামকে ভ্রান্ত করে।

সম্মেলনে তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করেন।

এর আগে তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৯ এপ্রিল মিশরে দু’টি গির্জায় জঙ্গি হামলায় অন্তত ৪৫ জন নিহতের ঘটনার পর শুক্রবার ঝটিকা সফরে সেখানে গেলেন পোপ। তার আগমনকে ঘিরে দেশটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
 
এছাড়া গত বছরের ডিসেম্বরে দু’টি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।