ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফোনালাপে সিরিয়া যুদ্ধের অবসান চাইলেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মে ৩, ২০১৭
ফোনালাপে সিরিয়া যুদ্ধের অবসান চাইলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প-পুতিন ফোনালাপ

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের অবসান চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার (০২ মে) রাতে এক ফোনালাপে তারা সিরিয়া যুদ্ধের অবসানে একসঙ্গে কাজ করার কথা বলেন।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রায় একমাস পর প্রথমবার এ ফোনালাপ করেন ‘বন্ধু’ ট্রাম্প ও পুতিন।

গত রাতের এ ফোনালাপকে বিবৃতিতে ফলপ্রসূ বলে জানিয়েছে হোয়াইট হাউস ও ক্রেমলিন।

এ সময় উত্তর কোরিয়ার বিষয়েও তাদের মধ্যে কথা হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও পুতিন এ সিদ্ধান্তে পৌঁছেছেন, গৃহযুদ্ধের কারণে সিরিয়ার নাগরিকদের দুর্দশা অতিমাত্রায় বেড়েছে। দেশটির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়া বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা করেন ট্রাম্প-পুতিন।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।