বাংলাদেশ সময় শুক্রবার (২৬ মে) দুপুরে দেশটির রাজধানী কায়রো থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে মিনিয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা খবরটি প্রকাশ করে জানান, গির্জা অভিমুখী একটি বাসে বন্দুকধারীর অর্তকিত হামলায় ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
সম্প্রতি মিশরে কপটিক খ্রিস্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। পরবর্তীতে এসব হামলার দায় দায়িত্ব স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
চলতি বছরের ৯ এপ্রিল মিশরের তানতা ও আলেকজান্দ্রিয়া গির্জায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হন। নিহতরা সবাই ছিলেন কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বীর।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭/আপডেট: ১৬৫৬ ঘণ্টা
জেডএস