ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে হিন্দু সন্ত্রাসবাদী হামলার ইঙ্গিত স্পষ্ট: মার্কিন প্রতিবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, সেপ্টেম্বর ১৪, ২০১১
ভারতে হিন্দু সন্ত্রাসবাদী হামলার ইঙ্গিত স্পষ্ট: মার্কিন প্রতিবেদন

ঢাকা: সম্প্রতি পাওয়া বিভিন্ন তথ্যে জানা গেছে, ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বদ্ধপরিকর।

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।



প্রতিবেদনে বলা হয়, ‘সম্প্রতি পাওয়া বিভিন্ন ইঙ্গিতে স্পষ্ট দেখা গেছে, দেশের অভ্যন্তরে সন্ত্রাসী আঘাত হানতে বদ্ধপরিকর হিন্দু জঙ্গি জাতীয়তাবাদী গোষ্ঠী ভারতের অবস্থান করছে। ’

মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) গত ১ সেপ্টেম্বর এসংক্রান্ত ৯৪ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করে। সিআরএস কংগ্রেসের একটি দ্বিদলীয় ও স্বাধীন শাখা হিসেবে। মঙ্গলবার ওই প্রতিবেদনের একটি অনুলিপি আমেরিকার বিজ্ঞানীদের সমিতির (এফএএস) হাতে পৌঁছায়।

সিআরএস জানিয়েছে, ‘২০০৮-এর সেপ্টেম্বরে মহারাষ্ট্রের মালেগাঁওয়ে দুটি বোমা হামলায় সাতজন নিহত হয়। স্থানটি হিন্দু-মুসলিম জনগোষ্ঠীর বসবাস। বছর শেষে ওই হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ হিন্দু সন্ত্রাসী গোষ্ঠী সাতজনকে গ্রেপ্তার করে। এরমধ্যে কর্মরত একজন লেফটেন্যান্ট কর্নেল ও বিজেপির একজন নারী ছিলো। ’

প্রতিবেদনে বলা হয়, এভাবে হিন্দু সন্ত্রাসবাদী তৎপরতা ভারতে জাতীয় পর্যায়ে নতুন করে ও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। দেশটির ইতিহাসে এর আগে কখনোই এত বিস্তৃত আকারে এরকম বিষয় বিতর্ক উঠতে দেখা যায়নি। ভারতের জাতীয় মানসে এর প্রভাব পড়ে এবং তা অব্যাহত রয়েছে। ’

এতে বলা হয়, ‘ভারতীয় অনেক পর্যবেক্ষক সতর্ক করেন, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর আশঙ্কা রয়েছে, যা ভারত জাতির ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ওপর আঘাত পারে। ’

একই প্রতিবেদনে আরও বলা হয়, ‘২০১০-এর শেষের দিকে হিন্দু চরমপন্থী স্বামী অসীমানন্দ বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এর আগে সন্ত্রাসী হামলার ইসলামপন্থীদের দায়ী করা হতো। ’

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।