ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে হামলায় ২ সেনা নিহত, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুন ৩, ২০১৭
কাশ্মীরে হামলায় ২ সেনা নিহত, আহত ৪

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কাজিগন্দে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

শনিবার (০৩ জুন) সকালে নিয়মিত টহল দিয়ে ফেরার সময় সেনাবাহিনীর বহর লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা।  

সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

হামলার পর ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনীর বিশেষ একটি দল; তারা পুরো এলাকা ঘিরে ফেলে। এখনও পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জঙ্গিরা গ্রেনেড হামলা চালানোর পর এলোপাথাড়ি গুলিও করে। এদিকে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সেক্টরে থেকে থেকে সেনা-বিচ্ছিন্নতাবাদী গোলাগুলি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসআইজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।