ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের মুসলিম ভ্রমণে নিষেধাজ্ঞা দাবি ট্রাম্পের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
ফের মুসলিম ভ্রমণে নিষেধাজ্ঞা দাবি ট্রাম্পের

ঢাকা: আবারো সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকরের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ভোর রাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হওয়ার পর নিজের টুইটারে স্ট্যাটাস দিয়ে তিনি এ দাবি জানান।

তিনি ওই টুইটে বলেন, আমাদের স্মার্ট, সচেতন এবং কঠিন হতে হবে।

আমাদের অধিকার ফিরে পেতে আদালতের শরণাপন্ন হওয়া দরকার। আমাদের অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতে ভ্রমণকারী নিষিদ্ধের প্রয়োজন!

এর আগে গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে মুসলিম প্রধান দেশ ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। লন্ডনে সন্ত্রাসী হামলার পর

ওই নিষেধাজ্ঞার পর ওই সাত দেশের ভিসা পাওয়া নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারায়। অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারপোর্টে আটকা পড়েন। বাতিল হয়ে যায় প্রায় ৬০ হাজার ভিসা।

কিন্তু সম্প্রতি আদালত ওই নির্বাহী আদেশ স্থগিত করে দেওয়ায় ফের ওই সাত দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ তৈরি হয়। এরই মধ্যে বিভিন্ন এয়ারলাইন্স দেশটির ভিসা পাওয়া নাগরিকদের বহনেরও ঘোষণা দিয়েছে।

তবে লন্ডনে সর্বশেষ সন্ত্রাসী হামলার পর ডোনাল্ড ট্রাম্প আবারো ওই নিষেধাজ্ঞা বলবতের দাবি জানালেন।

অপর এক টুইটে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে সর্বাত্মক সহযোগিতারও ঘোষণাও দেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ৪ জুন,২০১৭
এসআইজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।