ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলীয় পাসপোর্টে হিজড়াদের আলাদা পরিচয় থাকছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, সেপ্টেম্বর ১৫, ২০১১
অস্ট্রেলীয় পাসপোর্টে হিজড়াদের আলাদা পরিচয় থাকছে

সিডনি: অস্ট্রেলিয়ার পাসপোর্টে হিজড়া নাগরিকদের জন্য আলাদা পরিচয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাসপোর্টের আবেদন পত্রে লিঙ্গের তালিকায় হিজড়াদের জন্য তৃতীয় একটি ঘর রয়েছে।

দেশটিতে লিঙ্গভেদে বৈষম্য দূরীকরণের নতুন নির্দেশনার আওতায় সরকার এই উদ্যোগ নিল।

হিজড়া এবং যাদের লিঙ্গ দ্ব্যর্থবোধক তাদের জন্য আবেদন পত্রে ‘অনিশ্চিত’ বলে একটি অপশন রাখা হয়েছে। পাসপোর্টে এই অপশনটিকে ‘এক্স’ অক্ষর দিয়ে চিহ্নিত করা হবে।

এর আগে জীবনের কোন এক সময় যাদের লিঙ্গ পরিবর্তিত হয়ে যায় তারা পাসপোর্টে লিঙ্গ পরিবর্তন করতে চাইলে তাদের অস্ত্রোপচার করতে হত।

লুইস প্র্যাট নামে অস্ট্রেলিয়ার একজন সিনেটর সরকারের এই সংস্কার উদ্যোগকে বড় অগ্রগতি বলে বর্ণনা করেছেন। এই সিনেটরের বর্তমান সঙ্গী মেয়ে হয়ে জন্ম নিলেও পরে তিনি পুরুষ হয়ে যান।

এই নারী সিনেটর বলেন, ‘এমন অনেক ঘটনা রয়েছে, পাসপোর্টের ছবির সঙ্গে চেহারার যথেষ্ট মিল না থাকায় অভিবাসনের জন্য যাওয়া বিদেশের বিমানবন্দরে অনেককে জেলা খাটতে হয়। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।