ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে পেট্রোলের দাম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, সেপ্টেম্বর ১৬, ২০১১
ভারতে পেট্রোলের দাম বেড়েছে

নয়াদিল্লী: ভারতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৩.১৪ রুপি। জ্বালানি সচিবের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানির আলাপ আলোচনার পর পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই বছরের মধ্যে ডলারের বিপরীতে রুপির মুদ্রামান এখন সবচেয়ে কম।

রুপির মান কমে যাওয়ায় অশোধিত তেল আমদানি খরচ বেড়ে গেছে তাই পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। ২০০৯ সালের পর থেকে এক ডলারের বিপরীতে রুপির মান সর্বনিম্ন ৪৮ রুপি হয়েছে।

খুচরা পেট্রোল বিক্রেতারা প্রতিলিটারে ২.৬১ রুপি লোকসান দিয়ে বিক্রি করায় প্রতিদিন পেট্রোল বিক্রিতে লোকসান দিতে হয় ১৫ কোটি রুপি।

বৃহস্পতিবার সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক মূল্যের সাথে পেট্রোলের দামের ভারসম্য রাখতে লিটার প্রতি ৩ রুপি বাড়ানো প্রয়োজন।

গত বছর জুন মাস থেকে পেট্রোলের মূল্য সরকারের নিয়ন্ত্রণমুক্ত ছিল কিন্তু ডিজেল এলপি গ্যাস এবং কেরোসিনের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে। পেট্রোলের ওপর সরকারে নিয়ন্ত্রণ না থাকলেও মূল্যস্ফিতির কথা বিবেচনা করে এতদিন দাম বাড়েনি।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।