ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার কাছে ক্ষতিপূরণ চাইলো এমএইচ-১৭-ক্ষতিগ্রস্তরা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
রাশিয়ার কাছে ক্ষতিপূরণ চাইলো এমএইচ-১৭-ক্ষতিগ্রস্তরা  দুর্ঘটনাস্থলে পড়ে আছে এমএইচ-১৭ প্লেনটির একটি অংশ (পুরনো ছবি)

ঢাকা: রাশিয়ার কাছে ক্ষতিপূরণ চেয়েছেন তিন বছর আগে গুলিতে বিধ্বস্ত মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী প্লেন এমএইচ-১৭ এর নিহতদের স্বজনেরা। 

বুধবার (১২ জুলাই) নিহতদের পরিবারগুলোর আইনজীবী জেরোম স্কিনার তাদের পক্ষে এ দাবি করেন। ওই শোকাবহ দুর্ঘটনার তৃতীয় বার্ষিকীর সপ্তাহখানেক আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন স্কিনার।

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই ইউক্রেনের আকাশে গুলিতে ভূপাতিত বিমানের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।  

২০১৪ সালের ১৭ জুলাই সংঘাতপূর্ণ ইউক্রেনের পূর্বাঞ্চলের আকাশসীমায় গুলি করে ২৯৮ জন যাত্রীবাহী মালয়েশিয়ান প্লেন এমএইচ-১৭ ভূপাতিত করা হয়। নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী প্লেনটিতে ছিলেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডের নাগরিকরা।

এ ঘটনা যৌথভাবে তদন্ত করছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া, নেদারল্যান্ড এবং ইউক্রেন। আর এতে নিহতদের পরিবারের পক্ষে আইনজীবীর ভূমিকায় রয়েছেন স্কিনার। হামলায় জড়িত সন্দেহে ১১০ জন তদন্তের আওতায় রয়েছে বলে প্রাথমিক পর্যায়ের তদন্ত শেষে বলেছে সংশ্লিষ্ট যৌথ কমিটি (জিট)।

গত বছরের শেষদিকে প্লেনটি ধ্বংসের আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয়, বোয়িং ৭৭৭ মডেলের ওই প্লেনটি রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়।  

মস্কো শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং এ ঘটনার জন্য কিয়েভের ঘাড়ে দায় চাপিয়ে চলছে।  

স্কিনার রুশ প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, জনাব পুতিন, আমার ভুক্তভোগীরা তিন বছর ধরে অপেক্ষায় আছে। কিন্তু এখনো কোনো জবাবদিহি মেলেনি।

তিনি বলেন, এরকম মর্মান্তিক পরিণতির কি কোনো ব্যাখ্যার দরকার আছে বলে আপনি মনে করেন? এর ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনি একা দাঁড়িয়ে যান।  

এক সপ্তাহ আগেই যৌথ তদন্তকারী টিম জিটের পক্ষ থেকে বলা হয়, নেদারল্যান্ডের আইনে যেকোনো রকমের বিচারে তারা একমত।

ক্ষতিপূরণ দাবি করে আইনজীবী স্কিনার বলেন, প্রয়োজনে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসসহ সব ধরনের সংগঠনের কাছে যাবো, তবুও ক্রেমলিনের কাছ থেকে ন্যায়বিচার আদায় করে ছাড়বো।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।