ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে ২ ‘বাংলাদেশি তরুণ’র ওপর অ্যাসিড হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
লন্ডনে ২ ‘বাংলাদেশি তরুণ’র ওপর অ্যাসিড হামলা আক্রান্ত দুই তরুণের মুখে পানি ঢালা হচ্ছে

লন্ডনের পূর্বাঞ্চলে অ্যাসিড হামলার শিকার হয়েছেন দুই ‘বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ’। এদের একজনের নাম শাখাওয়াত হুসাইন (২৪) বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।

মঙ্গলবার (২৫ জুলাই) নগরের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের রোমান রোডে এই হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলোই হামলার শিকার দু’জনকে ‘বাঙালি তরুণ’ বলে উল্লেখ করছে।

তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি।

পুলিশ জানায়, রোমান রোডের এক দোকানী তাদের জরুরি খবর দিলে এসে তারা দুই তরুণকে উদ্ধার করে। ওই তরুণরা অ্যাসিড হামলার শিকার হয়েছে বলে চিৎকার করছিল সেসময়।

এটি অ্যাসিড হামলা কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও পুলিশ বলছে, অ্যাসিডের মতোই দাহ্য পদার্থ দিয়ে হামলা চালানো হয়েছে। যার কারণে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে।  

এ ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।

লন্ডন মহানগর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই তরুণকেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।

গত ১৩ জুলাই লন্ডনে বিক্ষিপ্ত অ্যাসিড হামলায় ৫ জন ঝলসে যাওয়ার ক’সপ্তাহ পর এই হামলা হলো। এ ধরনের হামলাকে সাম্প্রদায়িক ‘হেট ক্রাইম’ বলে উল্লেখ করছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।