ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সৌদি আরব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সৌদি আরব সৌদি আরব ও ইরানের পতাকা

রিয়াদ-তেহরান সম্পর্ক উন্নয়নে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার জাওয়াদ কাদিম আল আবাদির সহযোগিতা চেয়েছে সৌদি আরব।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজির উদ্ধৃতি দিয়ে ইরাকি স্যাটেলাইট চ্যানেল আলঘাদির জানায়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে বলেন।

আরাজি রোববার (১৩ আগস্ট) আলঘাদিরকে বলেন, সৌদি আরব সফরের সময়ও তারা আমাদের এ অনুরোধ করেছিল এবং আমরা ইরানকে এ কথা বলেছি।

ইরান সৌদি আরবের এ চাওয়াকে ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, শান্তি, স্থিতিশীলতা এবং ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নয়ন এ অঞ্চলের মঙ্গলের জন্য জরুরি।

শনিবার (১২ আগস্ট) আরাজি ইরানের রাজধানী তেহরান সফর করেন। সেখানে ইরানের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেন। তিনি গত জুলাইয়ে সৌদি আরব সফর করেন।

ইরানিয়ান নিউজ এজেন্সি আইএসএনএ (ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি) আরাজিকে উদ্ধৃত করে জানায়, মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমন চান।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।