ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিনল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ২ আহত ৬, হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ফিনল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ২ আহত ৬, হামলাকারী আটক ছুরিকাহত কয়েকজন লুটিয়ে পড়েছে মাটিতে। ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ছুরিকাঘাতে দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন ওই হামলাকারী, তাকে পাকড়াও করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) রাজধানী হেলসিংকি থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে সুইডিশভাষী তুর্কু শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারছে না পুলিশ।

তবে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

ছুরিকাঘাতের পরই আশপাশের এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে ধরে ফেলে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্পেনের বার্সেলোনায় গাড়ি হামলার পর এমনিতেই সতর্কাবস্থায় রয়েছে ইউরোপের নিরাপত্তা বাহিনী। তার মধ্যেই শুক্রবার স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এই ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।