ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে শিয়া মসজিদে আইএস এর আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
কাবুলে শিয়া মসজিদে আইএস এর আত্মঘাতী হামলা কাবুলে মসজিদে আইএস এর আত্মঘাতী হামলা

ঢাকা: শুক্রবার (আগস্ট ২৫) কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় হতাহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।

শুক্রবার দুপুরের নামাজের সময় তিন আত্মঘাতী হামলাকারী কাবুলের ব্যস্ততম কালা নাজারা এলাকায় অবস্থিত ইমাম জামান মসজিদে হামলা চালায় বলে সংবাদমাধ্যমকে জানান আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন হতাহত হয়েছেন।

তবে তাদের মধ্যে কতজন মারা গেছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এদিকে হামলার পরপরই নিরাপত্তা বাহিনী মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমান হামলাকারীদের ধরতে এবং মসজিদে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনতে অভিযান চালাচ্ছে তারা।

এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। নিজেদের অনলাইন ওয়েবসাইট আমাকের মাধ্যমে ঘটনার পরপরই এর দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।