ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। আগামী তিন ঘণ্টার মধ্যেই মেক্সিকো উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
মেক্সিকোর পাশাপাশি প্রতিবেশী গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে হুঁশিয়ারি বার্তায়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল শিয়াপাস উপকূল থেকে ৭০ মাইল দূরবর্তী সমুদ্রে, ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
এদিকে ভূমিকম্পের তীব্রতা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভূমিকম্পের সময় আতঙ্কে মেক্সিকো সিটিতে জনগণ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
আরআই