ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩০ নারীকে এইচআইভি সংক্রমণের দায়ে এক ব্যক্তির জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
৩০ নারীকে এইচআইভি সংক্রমণের দায়ে এক ব্যক্তির জেল ভ্যালেনটিনো তাল্লুটো: ছবি সংগৃহীত

ঢাকা: ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর দেহে এইচআইভি সংক্রণের দায়ে ইতালির এক অ্যাকাউন্ট্যান্টকে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের আদালত। শুক্রবার (২৭ অক্টাবর) এ রায় দিয়েছেন আদালত।

৩৩ বছর বয়সে এইচআইভি সংক্রমণের হয়েছে বিষয়টি জানার পরও ভ্যালেনটিনো তাল্লুটো নামে ওই ব্যক্তি কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই যৌন সম্পর্ক স্থাপন করেছেন অন্তত ৫৩ নারীর সঙ্গে। এতে তার মাধ্যমে এইচআইভি সংক্রমণ হয়েছে ৩০ নারীর।

 

২০০৬ সালে ভ্যালেনটিনো তাল্লুটো জানতে পারেন যে তিনি এইচআইভি পজিটিভ (যে ভাইরাসে মরণব্যাধী এইডস হয়)। এরপর তিনি বিভিন্ন ছদ্মনামে ইচ্ছাকৃতভাবে অন্তত ৫৩ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। যাদের একজনের বয়স ছিল মাত্র ১৪ বছর।   

তাল্লুটো মাত্র চার বছর বয়সে মাকে হারিয়েছেন। এইচআইভি পজিটিভ মায়ের মাধ্যমেই এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।