ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যানজট কমাতে চীনের শেনজেনে ট্রাম লাইন চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
যানজট কমাতে চীনের শেনজেনে ট্রাম লাইন চালু লাইনে বসানো হচ্ছে ট্রামকার

সড়কের উপর যানবাহনের চাপ কমিয়ে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ট্রাম লাইন চালু করলো চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে চলতি সপ্তাহের শেষ দিকে এ ট্রাম লাইন ব্যবহার শুরু হবে।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ ট্রাম লাইনের রুটে থাকবে ২০টি গন্তব্য, যাতে সংযুক্ত থাকবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা লংহু ট্রেড জোন।

একটি ট্রামকার অন্তত সাড়ে তিনশ’ যাত্রী পরিবহন করতে পারবে, যা একটি গাড়ির দুই থেকে তিনগুণ বলে জানিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান শেনজেন জিয়ানদাই ট্রামকার কোম্পানি।

ঘণ্টায় ২৩-২৫ কিলোমিটার গতিতে চলাচলে সক্ষম এ ট্রামকারে কোনো কিছু নির্গমণ হবে না। আল্ট্রাক্যাপাসিটরের মাধ্যমে যাত্রীরা ট্রামকারে চেপে বসার পর মাত্র ৩০ সেকেন্ডে এটি সম্পূর্ণ চার্জ হবে।

নগদ অর্থ, ট্রানজিট পাস ছাড়াও যাত্রীরা ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।