ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজ্যে রাজ্যে দল ভাঙছে বিজেপি: মমতা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
রাজ্যে রাজ্যে দল ভাঙছে বিজেপি: মমতা  ছবি: সংগৃহীত

ঢাকা: ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম নিউজ১৮.কম এ খবর দিয়েছে। 

রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয় ‘নবান্নে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, প্রশাসন চালানো ছেড়ে শুধু রাজনীতি করার দিকেই মন দিয়েছে কেন্দ্রের শাসক দল। সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজ্যে রাজ্যে দল ভাঙার খেলা চালাচ্ছে তারা।

বিজেপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা (বিজেপি নেতা) এখন ভাষণ বেশি দিচ্ছে। কেন্দ্রের সব মন্ত্রী নিজস্ব  কাজ ছেড়ে রাজ্যে রাজ্যে দলকে বাড়িয়ে তোলার ব্যাপারে বেশি মনোযোগী। ’

সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে ফিরে রাজ্যবাসীকেও উন্নয়নের জন্য বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।  

আর এর ক’দিন পরই সরাসরি মুখ খুললেন তৃণমূল প্রধান মমতা।  

এ বিষয়ে মমতা বলেন, ‘বিজেপি নেতারা সব রাজ্যে গিয়ে রাজনৈতিক সভা করছেন, হুমকি দিচ্ছেন। কখনও অন্য দলকে ভাঙছেন। ’ 

তবে এ বিষয়ে বিজেপির পশ্চিমবঙ্গ সমন্বয়ক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘বাংলার বিধানসভায় ৯ কংগ্রেস ও এক সিপিএম বিধায়ককে কারা ভাঙিয়েছেন। দল উনি (মমতা) ভাঙেন। আমরা জোড়ার কাজ করি। ’

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।