ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯৯ -এ সাঁতার কেটে রেকর্ড গড়লেন করোনেস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
৯৯ -এ সাঁতার কেটে রেকর্ড গড়লেন করোনেস জয়ের হাসি কেরোনের মুখে (সংগৃহীত ছবি)

অস্ট্রেলিয়ান নাগরিক জর্জ করোনেস ৯৯ বছর বয়সে সাঁতার কেটে রেকর্ড করেছেন। বুধবার কুইন্সল্যান্ডে মাত্র ৫৬ দশমিক ১২ সেকেন্ডে তিনি সাঁতরেছেন ৫০ মিটার। 

১০০-১০৪ বছর বয়সভিত্তিক সাঁতারুদের মধ্যে তিনিই প্রথম এই রেকর্ড গড়লেন। এর আগেও ২০১৪ সালে ৩৫ সেকেন্ডে ৫০ মিটার সাঁতার কেটে রেকর্ড গড়েছিলেন করোনেস।

এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।

গত বুধবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত এক সাঁতার অনুষ্ঠানে এই রেকর্ড গড়েন করোনেস। তিনি বলেন, সাঁতার কাটার সময় দর্শকদের চিৎকার আমাকে আন্দোলিত করেছে।  

যৌবনে করোনেস সাঁতার কাটতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সাঁতার ছেড়ে দেন।  

জর্জ কেরোন (সংগৃহীত ছবি)তিনি জানান, ৮০ বছর বয়সে ব্যায়াম হিসেবেই তিনি আবার সাঁতার শুরু করেন। প্রতি সপ্তাহে অন্তত তিনবার সাঁতরেছেন। তিনি ব্যায়ামাগারে যাওয়াও শুরু করেন।

করোনেস বলেন, এই বয়সে চলতে গেলেও খুব সহজেই ক্লান্তি চলে আসে। কিন্তু যদি মনোযোগ দিয়ে করেন, তাহলে তার জন্য অবিশ্বাস্য পুরস্কার পাবেন।

আগামী মাসে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। আর এর আগেই সেখানে এই প্রতিযোগিতা হলো। আগামী শনিবার (৩ মার্চ) রাতে ১০০ মিটার ফ্রিস্টাইল রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ করবেন করোনেস। এই ইভেন্টেও জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।