ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালোফর্নিয়ায় বাক্সে ৩ শিশু রাখায় দম্পতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
ক্যালোফর্নিয়ায় বাক্সে ৩ শিশু রাখায় দম্পতি গ্রেফতার ক্যালোফর্নিয়ায় বাক্সে ৩ শিশু রাখায় দম্পতি গ্রেফতার

ঢাকা: চার বছর ধরে তিনটি শিশুকে পাতলা কাঠের তৈরি খেলনা বাক্সে রাখায় যুক্তরাষ্ট্রের ক্যালোফর্নিয়ার এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার (০২ মার্চ) তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মোনা কির্ক (৫১) এবং ডেনিয়াল পেনিকো (৭৩)।


 
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পুলিশ জানায়, এই দম্পতি শহরের জোশুয়া ট্রি এলাকায় চার বছর ধরে ১১, ১৩ এবং ১৪ বছরের তিনটি শিশুকে নিয়ে ক্যালোফর্নিয়ায় মরু-পাহাড়ে আবর্জনার পাত্র এবং পশু রাখার বাক্সের মধ্যে রেখেছিলেন। বাক্সগুলো লম্বায় প্রায় ২০ ফুট, এর উচ্চতা চার ফুট এবং প্রস্থ ১০ ফুট। ওই এলাকা চেক করার সময় পুলিশ পরিত্যক্ত একটি বাড়িতে থাকা বাক্সটি দেখতে পায়। যার মধ্যে ছিল তিনটি শিশু। তাদের সঙ্গে একটি শিকারী কুকুর এবং ৩০-৪০ বিড়ালও ছিল। মরু-পাহাড়ের ওই জায়গাটিতে কোনো বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নেই। সেখান থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে শিশু তিনটিকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএফআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।