ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করলে উপযুক্ত জবাব দেবো: চীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করলে উপযুক্ত জবাব দেবো: চীন চীনের শানডং প্রদেশের একটি রফতানিমুখী ইস্পাত কারখানায় কর্মরত একজন শ্রমিক। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইস্পাতের আমদানির ওপর ২৫ শতাংশ অযৌক্তিক ট্যারিফ আরোপের মাধ্যমে বাণিজ্যযুদ্ধ শুরু করলে চীন হাত গুটিয়ে বসে থাকবে না। বরং পাল্টা ও উপযুক্ত ব্যবস্থা নেবে।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র ঝাং ইয়েসুই রোববার যুক্তরাষ্ট্রকে এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছেন।

ঝাংয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায়, ওয়াশিংটনের নেয়া এক তরফা অযৌক্তিক উদ্যোগের ফলে চীনের অর্থনৈতিক স্বার্থ ক্ষুন্ন হলে চীন হাত গুটিয়ে অলস বসে থাকবে না।

এমন কিছু হলে চীন প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। যা যুক্তরাষ্ট্রের জন্যও সুখকর কিছু হবে না।

ঝাং সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে লিপ্ত হবার কোনো ইচ্ছা চীনের নেই। কিন্তু যুক্তরাষ্ট্র যদি তা চাপিয়ে দেয়, তাহলে চীনও পাল্টা ও সমুচিত জবাব দিতে পেছপা হবে না।   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহের শুরুতে ঘোষণা করেন, তার প্রশাসন মার্কিন কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ ও চাকুরির সুযোগ বাড়াতে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যথাক্রমে ২৫ এবং ১০ শতাংশ ট্যারিফ আরোপ করবে। ট্রাম্পের এ ঘোষণার পরপরই কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পাল্টা ব্যবস্থার হুমকি দেয়। এবার চীনও সেই কাফেলায় যোগ দিল।

ট্রাম্পের এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের মিত্র-অমিত্র সব রফতানিকারক দেশই ক্ষুব্ধ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএম এফ)  এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জুংকার যুক্তরাষ্ট্রের এক তরফা সিদ্ধান্তের সমালেঅচনা করে বলেন, আমরা বালিতে মাথা গুঁজে রাখবো না। আমরাও ঢিলের জবাবে পাটকিল ছুড়বো। তিনি হার্লে ডেভিডসন, বুরবন ও ব্লু জিন্সের মতো আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক ট্যারিফ আরোপ করার হুমকি দিয়েছেন।

আইএমএফ’র মহাপরিচালক রবের্তো আসেভেদো শুক্রবার এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিয়ামের ওপর ১০ শতাংশের বেশি আমদানি শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তা হবে আত্মঘাতী। কারণ এতে করে আর সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এক বড় ধরনের বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়বে। চাপিয়ে দেয়া এই বাণিজ্যযুদ্ধে কারোরই স্বার্থ হাসিল হবে না।

তবে যুক্তরাষ্ট্রের একরোখা ও রাগী স্বভাবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মনে করেন না। ‘টুইটবাতিকগ্রস্ত-প্রেসিডেন্ট’ বলে পরিচিতি পাওয়া ট্রাম্প শুক্রবার এক টুইটে বলেও দিয়েছেন সেকথা: ‘‘ট্রেড ওয়ার্স আর গুড (বাণিজ্যযুদ্ধ ভালো)। ’’

আইএমএফ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেছে, এই পদক্ষেপ হঠকারী। এতে কোনো পক্ষেরই লাভ হবে না। বরং সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইস্পাত ও অ্যালুমিনিয়াম রফতানিকারক দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক নষ্ট হবে।

বলা বাহুল্য, এরই মধ্যে আইএমএফ’র হুঁশিয়ারি সত্য প্রমাণ হতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।