ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থেমে গেলো রজার ব্যানস্টারের দৌড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
থেমে গেলো রজার ব্যানস্টারের দৌড় স্যার রজার ব্যানস্টার

চার মিনিটে দৌড়ে এক মাইল দূরত্ব অতিক্রম করে বিশ্বের দ্রুততম মানব হিসেবে ইতিহাস গড়েছিলেন স্যার রজার ব্যানস্টার। না ফেরার দেশে চলে গেলেন সেই দ্রুতমানব।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত সমস্যা ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

রজার ব্যানস্টারের পরিবারের বরাত দিয়ে রোববার (৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইংল্যান্ডের অক্সফোর্ডে শনিবার (৩ মার্চ) তিনি মারা গেছেন। ২০১১ থেকে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন। স্যার রজার ব্যানস্টার১৯৫৪ সালের ৬ মে অক্সফোর্ডের ইফলি রোড স্পোর্টস গ্রাউন্ডে রজার ব্যানস্টার ৩ মিনিট ৫৮ দশমিক ৪ সেকেন্ড সময়ে এক মাইল পেরিয়ে রেকর্ড গড়েন। ওই বছরই তিনি কমনওয়েলথ গেমসে একই দূরত্ব অতিক্রম করে সোনা জয় করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে রজার ব্যানস্টারকে স্মরণ করে বলেন, ব্রিটিশ ক্রীড়া তারকা রজারের অর্জন আমাদের সবাইকে উৎসাহিত করেছে। তার কথা আমাদের চিরস্মরণে  থাকবে।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘন্টা, ০৫ মার্চ, ২০১৮
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।