ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হুথিদের ৭ ব্যালিস্টিক মিসাইল রুখে দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
হুথিদের ৭ ব্যালিস্টিক মিসাইল রুখে দিলো সৌদি আরব মিশাইলের ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ায় রাজধানী রিয়াদের ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ৭টি ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশেই রুখে দিয়েছে সৌদির এয়ার ডিফেন্স। মাঝ আকাশে চূর্ণ-বিচূর্ণ হওয়া মিশাইলগুলোর ধ্বংসাবশেষ ভু-পতিত হয়ে রাজধানী রিয়াদে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় এবং এতে একজন নিহত হন।

সোমবার (২৬ মার্চ) সৌদি সিভিল ডিফেন্সের এক বিবৃতির বরাত দিয়ে দেশটি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।

বলা হয়, রোববার (২৫ মার্চ) মধ্যরাতের একটু আগে রাজধানীর উত্তর-পূর্ব দিক থেকে আগত তিনটি মিসাইল ধ্বংস করে।

একই সময় দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান, জিশান এ খামিস মুশাইতের দিকে আগত আরও চারটি মিসাইল রুখে দিতে সক্ষম হয় সৌদি এয়ার ডিফেন্স।

সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিক জানান, মিশাইলের ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়লে রাজধানী রিয়াদে একজন মিশরীয় নাগরিকের মৃত্যু হয়েছেন এবং দু’জন ব্যক্তি আহত হয়েছেন। তাছাড়া এতে বেশ কিছু বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তারা বেশ কিছু ভারি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং আকাশ ধোঁয়ায় ভরে উঠেছিল। বিস্ফোরণের সময় আকাশের দিকে তাকালে অনেকেই মিশাইলের গতিপথ দেখতে পেয়েছিলেন।

গত পাঁচ মাসে এ নিয়ে তিনবার রিয়াদে মিশাইল হামলার চালালো ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। প্রত্যেকটি হামলাই সর্বনিম্ন ক্ষতির বিনিময়ে সৌদি প্রতিরক্ষাবাহিনী রুখে দিতে পারলেও, এ হামলার মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জাহির করতে সক্ষম হয়েছে হুথিরা। ইয়েমেনের শিয়া ও সুন্নি রাজনীতিকদের ক্ষমতার লড়াইয়ে নিজেদের জড়িয়ে ফেলা রিয়াদ দাবি করে, তেহরান এই সম্প্রদায়কে সার্বিক রসদ যোগাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।