ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভাগ্নি ভিকতোরিয়া

আমার মামা স্ক্রিপালের বাঁচার আশা ক্ষীণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আমার মামা স্ক্রিপালের বাঁচার আশা ক্ষীণ মেয়ে ইউলিয়া ও পিতা সের্গেই স্ত্রিপাল। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের স্যালিসবুরি শহরে কথিত নার্ভ গ্যাস (‘নোভিচক’) হামলার শিকার পক্ষত্যাগকারী রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার বাঁচার আশা খুবই ক্ষীণ। অথবা নেই বললেই চলে।

এই অভিমত স্বয়ং সের্গেই স্ক্রিপালের ভাগ্নি ভিকতোরিয়া স্ক্রিপালের।

ভিকতোরিয়া স্ক্রিপালের বক্তব্যের বরাত দিয়ে এ নিয়ে একটি ব্রিটিশ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার ২৮ মার্চ।

ভিকতোরিয়া স্ক্রিপাল জানান, তার মামা সের্গেই স্ক্রিপাল ও মামাতো বোন ইউলিয়ার মেডিক্যাল রিপোর্ট মোটেই ভালো নয়; তাদের বাঁচার আশা খুবই ক্ষীণ। অথবা বলতে গেলে একদমই নেই।

গত ৪ মার্চ স্যালিসবুরি শহরে বাবা-মেয়ের ওপর কথিত এই হামলার পর থেকে তারা দুজন উইল্টশায়ারের একটি হাসপাতালে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছেন।

ভিকতোরিয়া আরো জানান, তাদের ওপর যে এই গ্যাস হামলা চালানো হয়েছে সেকথা সের্গেই স্ক্রিপালের মাকে(ভিকতোরিয়ার  দাদিমা) এখনও জানানো হয়নি। কারণ এতো বেশি বয়সে পুত্র ও নাতনির এমন দুসংবাদ সইবার মতো ক্ষমতা তার নেই।

ভিকতোরিয়া বিবিসিকে বলেন, ৯৯ ভাগের মধ্যে আমি মাত্র ১ ভাগ আশা করতে পারি। তাদের ওপর যে ধরনেই হামলাই করা হয়ে থাকুক, ওদের দুজনের বাঁচার আশা খুবই ক্ষীণ। দরুন, তারা যদি বেঁচেও যায় তাহলেও বাকি জীবনটা তাদের অথর্ব হয়েই কাটাতে হবে।

এ মুহূর্তে আমাদের বড় কাজ হলো দাদিমার কাছে ব্যাপারটা গোপন রাখা। তাকে বাঁচানোটাই আমাদের প্রথম কর্তব্য এখন।

উল্লেখ্য, কথিত এই হামলাকে কেন্দ্র করে গোটা পশ্চিমা দুনিয়া রাশিয়ার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ৩০টির মতো দেশ রুশ কূটনীতিকেদের বহিষ্কার করেছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।